গত কয়েকদিন ধরে দ্বিতীয় পক্ষের স্ত্রী রুপা শর্মার সঙ্গে মনোমালিন্য চলছিল দুর্গাপুরের ভ্যাম্বে কলোনির বাসিন্দা ভ্যান চালক বাদল শর্মার। বৃহস্পতিবার রাতে এই রকমই ফের বচসার সময়ে ক্ষুব্ধ বাদল শর্মা স্ত্রী রুপা শর্মাকে বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দিলে রুপা শর্মা গুরুতর আহত হন বলে অভিযোগ।
এদিকে রক্তাক্ত রুপার চিৎকারে বাদলের প্রথম পক্ষের ছেলে-মেয়ে দৌড়ে এসে বাবা বাদল শর্মাকে একটি ঘরে তালা বন্ধ করে আটকে রেখে রক্তাক্ত সৎমা রুপা শর্মাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে রুপার অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে পুলিশকেও খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্ত বাদল শর্মাকে গ্রেফতার করে। পড়শীরা অভিযুক্ত বাদল শর্মার কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন।
Like Us On Facebook