পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন স্বামী ও স্ত্রী। ঘটনাটি ঘটেছে কালনার কাশিমপুর গ্রামে। মৃত স্বামী ও স্ত্রীর নাম গৌর বর্মণ (৩০) ও সোমা বর্মণ (২৬)। গৌর বর্মণ ক্ষেতমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গৌর ও সোমা বর্মণের মধ্যে পারিবারিক অশান্তি বাধে। এরপর সোমা বর্মণ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সোমা বর্মণের মৃত্যু হয়। সোমার বিষ খাওয়াকে কেন্দ্র করে সোমার বাপের বাড়ির লোকজন গৌর বর্মণকে অপমান করে বলে অভিযোগ। শনিবার কালনা হাসপাতালে সোমার মৃতদেহের ময়নাতদন্ত হয়। সেই সময় গৌর বাড়ি ফিরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাঁকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে সেখানে গৌর বর্মণের মৃত্যু হয়।
Like Us On Facebook