রাজ্য সরকারের গতিধারা প্রকল্পে দুই বর্ধমান জেলার প্রায় ১০০ জনেরও বেশি উপভোক্তা সরকারের দেওয়া অনুদানের ১ লক্ষ টাকা করে পেয়ে গেলেও তাঁরা কোনো গাড়ি না কেনায় তাঁদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেবার সিদ্ধান্ত নিল বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার গতিধারা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৈঠকে বসেন জেলা প্রশাসনের কর্তারা। আর এই বৈঠকেই গতিধারা প্রকল্পের এই ঘটনা নজরে আসে প্রশাসনিক কর্তাদের। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, রাজ্যসরকার স্বনিযুক্তি প্রকল্পে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এই গতিধারা প্রকল্প চালু করেন। এই প্রকল্পে ইচ্ছুকদের ১লক্ষ টাকা করে রাজ্য সরকার সাবসিডি দেবার কথা ঘোষণা করেন। ইতিমধ্যেই এব্যাপারে ইচ্ছুক যাঁরা আবেদন করেছিলেন তাঁদের অ্যাকাউণ্টে ১ লক্ষ টাকার অনুদান চলেও যায়। এদিন বৈঠকে হাজির ছিলেন বেশ কয়েকটি গাড়ি কোম্পানীর ডিলাররাও। বৈঠকেই উঠে আসে যাঁরা উপভোক্তা তাঁরা ওই অনুদানের টাকায় কোনো গাড়িই কেনেননি।
Like Us On Facebook