একশো দিনের কাজ করতে গিয়ে চন্দ্রবোড়া সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি কালনার বড়ধামাস পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামের। মৃত ব্যক্তির নাম মানিক মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কালনার বড়ধামাস পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামে একশো দিনের কাজ চলছিল। একশো দিনের কাজে এদিন গ্রামের ড্রেন পরিষ্কার করা হচ্ছিল। ড্রেন সাফ-সুতরো করার সময় মানিকবাবুর হাতে সাপে ছোবল মারে। তাঁর সঙ্গে কাজ করা অন্যান্যরা সাপটিকে ধরে ফেলেন। সাপটিকে ধরে তাঁরা দেখেন সেটি মারাত্মক বিষধর চন্দ্রবোড়া সাপ। তৎক্ষণাৎ সাপটিকে এবং মানিকবাবুকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মানিকবাবুর।
Like Us On Facebook