Home Durgapur আমরাই গ্রামে মানব সম্পদ উন্নয়ন সমিতির অনুষ্ঠানআমরাই গ্রামে মানব সম্পদ উন্নয়ন সমিতির অনুষ্ঠানBy BDC News Desk - October 4, 2016FacebookWhatsAppTwitterLinkedinEmail আমরাই গ্রামে মানব সম্পদ উন্নয়ন সমিতির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দুর্গাপুর থানার ওসি সুজিত মুখার্জী, তৃণমূল কংগ্রেস দুর্গাপুর শিল্পঞ্চল সভাপতি উত্তম মুখার্জী, ২নং ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।