.
রবিবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক হুল দিবস পালন করা হল বর্ধমান কোর্ট কম্পাউন্ডের সিধু কানহু পার্কে। এদিন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ সহ সিধু কানহু মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য গার্গী নাহা সহ অন্যান্য সদস্যরা। দেশের স্বাধীনতা রক্ষায় ব্রিটিশদের সঙ্গে সাঁওতালদের অসম যুদ্ধে প্রাণ দিয়েছিলেন সিধু, কানহু। তাঁদের সেই বীরত্ব ও আত্মবলিদানকে এদিন স্মরণ করা হয়।
Like Us On Facebook