গোটা রাজ্য জুড়ে কয়েন সমস্যা নিয়ে প্রশাসনিক হস্তক্ষেপ চাইল বর্ধমান ডিষ্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে বর্ধমানের জেলাশাসকের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করারও আবেদন জানানো হল। এদিন সংগঠনের সম্পাদক সোমনাথ বোস জানিয়েছেন, সম্প্রতি কয়েন সমস্যা নিয়ে গোটা রাজ্য জুড়েই সাধারণ মানুষ নাজেহাল হচ্ছেন। একইসঙ্গে চুড়ান্ত সমস্যায় পড়েছেন তাঁরাও।

তিনি জানিয়েছেন, সরকারী নির্দেশ অনুযায়ী ব্যাঙ্কে এই কয়েন জমা করতে গেলেও ব্যাঙ্ক তা নিচ্ছে না। ফলে তাঁদের কাছে কয়েনের পাহাড় জমছে। ফলে রীতিমত সঙ্কট সৃষ্টি হয়েছে ব্যবসায়িক ক্ষেত্রেও। এব্যাপারে জেলাশাসকের কাছে দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ ১ হাজার টাকার কয়েন জমা নেবার জন্য। তিনি জানিয়েছেন, এব্যাপারে ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা করবেন।

Like Us On Facebook