.
বিশাল আকারের ছাতু ঘিরে উৎসাহী মানুষের ভীড়। দেবতা জ্ঞানে অনেকে পুজোও করছেন। ঘটনাটি ঘটেছে রায়নার সুবলদহ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের রায়নার সুবলদহ গ্রামের বাসিন্দা সেখ সাকিলের বাড়ির উঠোনে মহালয়ার দিন নারকেল গাছের গোড়ায় ছাতুর কুঁড়ি দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে সেই ছাতু বড় হতে হতে প্রায় ২ ফুট ব্যাসের বৃত্তের আকার নেয়। সেই দানব আকৃতির ছাতু দেখতেই কৌতুহলী মানুষ ভীড় জমায় সেখ সাকিলের বাড়িতে।দুর্গা পুজোর মুখে অস্বাভাবিক বড় এই দুর্গা ছাতু জন্ম নেওয়ায় অনেকে আবার দেবতাজ্ঞানে পুজোও শুরু করে দেয়।
Like Us On Facebook