বাৎসরিক আয় দেড় লক্ষ টাকার নীচে থাকা পরিবারের সাবালিকা মেয়েদের বিবাহের জন্য মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্পের ঘোষণা করেছিলেন। আর এই ঘোষণার পর গত ২ মাসেই পূর্ব বর্ধমান জেলায় রূপশ্রী প্রকল্পে ইতিমধ্যেই দেওয়া হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। জেলা রূপশ্রী প্রকল্প দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্প ঘোষণার পর জেলায় মোট ২৫১৭ জন আবেদন করেছিলেন। তার মধ্যে ১২৫৪ জনের আবেদন গ্রাহ্য করা হয়েছে। এই প্রকল্পে মাথা পিছু ২৫ হাজার টাকা করে দেওয়া হয়।
দপ্তর সূত্রে জানা গেছে, এই সরকারি সুবিধা পেতে অনেক উচ্চ আয়ের মানুষও আবেদন করছেন। ব্লক স্তরে সেই আবেদনগুলিকে পরীক্ষা করে দেখার পরই আয় সম্পর্কে নিশ্চিত হয়েই এই অনুমোদন দেওয়া হচ্ছে। অন্যদিকে, মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মাসিক রিভিউ বৈঠকেও বিস্তারিত আলোচনা করা হয়েছে এই রূপশ্রী প্রকল্প নিয়ে। জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, এদিনের বৈঠকে রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্পগুলিকে নিয়ে আরও সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, বিশেষ করে রূপশ্রী প্রকল্প গ্রামগঞ্জ এলাকায় যথেষ্টই সাড়া ফেলেছে।