তালিত ও খানা জংশনের মাঝে ব্লক সেকশন এলাকা থেকে ২৯ টি ব্যাগ ভর্তি প্রায় ৭৫২ টি কচ্ছপ উদ্ধার করে দেওয়ানদিঘি থানার পুলিশ ও বর্ধমান আরপিএফ।
পুলিশ ও আরপিএফ সূত্রে জানা গেছে, শনিবার সকালে তালিত ও খানা জংশনের মাঝে ব্লক সেকশন এলাকায় প্রচুর পরিমাণে লাগেজ ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এবং ব্যাগগুলিকে বেশ কয়েকজন গাড়িতে তোলার চেষ্টা করছে দেখে স্থানীয়দের সন্দেহ হয়, এরপর তাঁরাই খবর দেন দেওয়ানদিঘি থানার পুলিশকে। পরে সেখানে আসে বর্ধমান আরপিএফও। পুলিশকে দেখে পাচারকারীরা চম্পট দিলেও দেওয়ানদিঘি থানার পুলিশ উদ্ধার করে ২২ টি ব্যাগ, যাতে প্রায় ৫৬৮ টি কচ্ছপ ছিল। অন্যদিকে, আরপিএফও উদ্ধার করে ৭ টি ব্যাগ, যাতে প্রায় ১৮৪ টি কচ্ছপ ছিল। তবে কোথা থেকে বা কিভাবে এবং কোথায় পাচারের উদ্দেশ্যে এই বিপুল সংখ্যক কচ্ছপ নিয়ে আসা হচ্ছিল তা স্পষ্ট নয়। পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া ৭৫২ টি কচ্ছপই দেওয়ানদিঘি থানার পুলিশ ও আরপিএফের তরফে বর্ধমান বনবিভাগকে তুলে দেওয়া হয়েছে।