রথযাত্রার একদিন আগেই রথের রশিতে টান পড়ল বর্ধমানে। শুক্রবার কাঁসর ঘন্টা, ঢাক বাজিয়ে নগর সংকীর্তন সহ শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হল পিতলের রথ। এদিন নতুন পিতলের রথের শোভাযাত্রায় অংশ নিলেন হাজার হাজার উৎসাহী বাসিন্দা।

বর্ধমানের কাঞ্চননগরে রাজ আমল থেকেই রথযাত্রা চলে আসছে। কাঠের তৈরি সেই রথ লোহার রথে পরিবর্তিত হয়েছিল আগেই। এবার তৈরি করা হয়েছে ২৩ ফুট উচ্চতার পিতলের রথ। পনের লক্ষ টাকা খরচ করে বর্ধমানের টাউনহলে তৈরি করা হয় এই রথ। সাদা পোশাক পরে শোভাযাত্রা করে সেই রথই এদিন নিয়ে যাওয়া হল কাঞ্চননগরে।

শুক্রবার বিকেলে টাউন হল থেকে এই পিতলের রথ শোভাযাত্রা করে কাঞ্চননগর রথতলার মাঠে পৌঁছয়। টাউন হল থেকে জিটি রোড ধরে বীরহাটা, তেলিপুকুর হয়ে জাতীয় সড়ক ধরে রথতলায় নিয়ে যাওয়া হয় এই রথকে। শনিবার রথযাত্রা উপলক্ষে রথতলার মাঠে বসেছে রথের মেলা। পিতলের এই রথ দেখতে এদিন রথের যাত্রাপথে ব্যপক ভীড় হয়। হাজার হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। রথের যাত্রাপথ জুড়ে তৈরি হয় ব্যপক যনজট। দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষজন।







Like Us On Facebook