প্রতি বছরের মত এবারও বর্ধমানের বিসি রোডে নেতাজীর পদধন্য নেতাজী মিষ্টান্ন ভাণ্ডারে তৈরি হয়েছে সাড়ে তিনশো টাকার জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টির বিশেষ প্যাকেজ ‘জামাই বরণ’। সেখানে থাকছে ১৮ রকমের নানান ধরণের মিষ্টি।
দোকানের মালিক সৌমেন দাস বলেন, প্রতিবছরই তাঁরা কিছু না কিছু নতুন করার চেষ্টা করেন। এবারে করেছেন জামাই বরণ। ভালো বিক্রী হয়েছে। সাড়ে তিনশো টাকায় ১৮ রকমের নানান ধরণের নানান স্বাদের মিষ্টি রয়েছে এই প্যাকেজে। এছাড়াও জামাই ষষ্ঠী উপলক্ষে তৈরি করা হয়েছিল পদ্মভোগ, চকোপেস্ট হান্ডি, ম্যাঙ্গো মালাই পেস্ট, রাবড়ী মালাই বল সহ বেশ কিছু নতুন আইটেম। জামাই ষষ্ঠী স্পেশাল এই সব মিষ্টি ভালো বিক্রি হয়েছে এবার।
Like Us On Facebook