পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে মিউনিসিপ্যাল হাইস্কুলের সফল ছাত্রদের অভিনন্দন

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পূর্ব বর্ধমান জেলার জয়জয়কার। মাধ্যমিকে প্রথম দশে ছাপ্পান্ন জনের মধ্যে পূর্ব বর্ধমানের পাঁচজন স্থান করে নিয়েছিল। উচ্চ মাধ্যমিকে প্রথম দশে আশি জনের মধ্যে পূর্ব বর্ধমানের ছ’জন স্থান করে নিল। ছ’জনের মধ্যে চারজনই আবার বর্ধমান শহরের।

মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম স্থান দখল করেছিল পুর্ব বর্ধমানের পাঁচ ছাত্র-ছাত্রী। উচ্চ মাধ্যমিকে তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, অষ্টম ও নবম স্থান দখল করল পূর্ব বর্ধমানের ছয় ছাত্র। এবার বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের তিন ছাত্র মেধা তালিকায় বিশেষ স্থান দখল করে স্কুলের নাম উজ্জ্বল করল।

উচ্চ মাধ্যমিকে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের তিমির বরণ দাস (৪৯০) তৃতীয়, অর্কদীপ গুঁই (৪৮৭) চতুর্থ ও অভীক ঘোষ (৪৮২) নবম স্থান দখল করেছে। এছাড়াও কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশনের দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায় (৪৮৫) ষষ্ঠ, বর্ধমান টাউন স্কুলের সায়ন্তন চক্রবর্তী (৪৮৩) অষ্ঠম ও কালনা অম্বিকা মহিষমর্দিনী হাইস্কুলের সুরজিৎ মাতব্বর (৪৮২) মেধা তালিকায় নবম স্থানে আছে।

বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের তিন ছাত্র মেধা তালিকায় স্থান করে নেওয়ায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে তিন প্রতিনিধি ফুল ও মিষ্টি নিয়ে মিউনিসিপ্যাল হাইস্কুলে গিয়ে ছাত্রদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি বর্ধমান শহর সহ পূর্ব বর্ধমান জেলার এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে।

Like Us On Facebook