উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হলেন দুই পরীক্ষার্থী। সোমবার মন্তেশ্বর থানার মালডাঙ্গা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার পর মোটরবাইকে বাড়ি ফিরছিলেন মন্তেশ্বর ব্লকের ভুরকুন্ডা বিএম ইন্সটিটিউশনের দুই ছাত্রী রিক্তা সরকার ও কোনা দে। দুজনেরই বাড়ি মন্তেশ্বরের পাতুন গ্রামে।
এদিন মন্তেশ্বর ও মালডাঙ্গার মাঝে রাস্তায় একটি হাঁসকে এড়াতে গিয়ে বাইকটি স্কিড করে উল্টে যায়। চালক এবং মোটর সাইকেলের পিছনে বসা দুই ছাত্রীও রাস্তায় ছিটকে পরেন। এই দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী সহ মোটর বাইক চালক গুরুতর জখম হন। তাঁদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই পরীক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়।
Like Us On Facebook