বিয়ের এক মাসের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক গৃহবধৃ। মৃতার নাম শবনম পারভিন(১৮)। বাড়ি বর্ধমানের ঘাটশিলা গ্রামে। মাত্র মাস খানেক আগে জামালপুরের ভেরেলী গ্রামের যুবক মহিরুদ্দিন সেখের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় শবনম পারভিনের। স্বামী মহিরুদ্দিন জরি ও সোনা রুপোর কাজ করে। থাকে গুজরাটে।

বিয়ের পর মাত্র দিন পনেরো শ্বশুড়বাড়িতে থাকার পর শারীরিক কারণে শবনম চলে আসে বাবার বাড়ি ঘাটশিলায়। গতকাল সেখানেই গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে জানান। মৃতার বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন তার উপর মানসিক অত্যাচার করত। আর সেই কারণেই শবনম আত্মঘাতী হয়েছে। সে কথা সে সুইসাইড নোটেও উল্লেখ করে গেছে বল তাদের দাবি।যদিও শ্বশুর সেখ গোলাম সফিক গোটা বিষয়টি অস্বীকার করেন। এমনকি সুইসাইড নোটটিও শবনমের লেখা নয় প্রয়োজনে পুলিশি তদন্তের দাবি জানান তিনি।

Like Us On Facebook