.
ভাতাড় থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে প্রচুর চোলাই সহ চোলাই কারবারে যুক্ত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম ধনু মাঝি, মানিক বাগদি, বাবু মাঝি, বাবলু মাঝি, চন্দন মাঝি, ভোলা মাঝি, সুকুমার মাঝি, সোনাই মাঝি, অ্যাপালো সাহা। ভাতাড়ের এরুয়ারে তাঁদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, বলগোনা-গুসকরা রোডে এরুয়ার ক্যানেলপাড় এলাকায় চারজন চারটি জ্যারিকেন নিয়ে এবং এরুয়ার বাজার মোড়ের কাছে পাঁচজন পাঁচটি জ্যারকেন নিয়ে ভ্যানোর অপেক্ষায় দাঁড়িয়েছিল। পুলিশকে দেখে তাঁরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাঁদের তাড়া করে ধরে ফেলে।
Like Us On Facebook