হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো অন্ডাল থানার পুলিশ। উদ্ধার হয়েছে চব্বিশ গ্রাম হেরোইন। অভিযুক্তদের আজ পেশ করা হয় আসানসোল জেলা আদালতে। বুধবার রাত এগারোটা নাগাদ কাজোড়া লছিপুর ক্যান্টিন সংলগ্ন এলাকা থেকে নিতীশ কুমার সাউ (গুলু) ও আকাশ ভূঁইয়া নামে দু’জনকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চব্বিশ গ্রাম নিষিদ্ধ হেরোইন। মোটর বাইকের সিটের তলায় হেরোইন লুকানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেই হেরোইন উদ্ধার করে। সেই সঙ্গে হেরোইন পাচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত দু’জনকে। বীরভূম জেলার সিউড়ি থেকে এই হেরোইন তারা সংগ্রহ করেছিল বলে অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে। ধৃতদের বৃহস্পতিবার হাজির করা হয় আসানসোল জেলা আদালতে।
Like Us On Facebook