সোমবারের ভারি বৃষ্টিতে জলমগ্ন হল বর্ধমান পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বাজেপ্রতাপপুরের মাঠপাড়া এলাকার একাংশ। শুধু বাজেপ্রতাপপুরই নয়, বর্ধমান শহরের বেশ কিছু এলাকাও ভারি বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। একদিকে ক্যানেলের জল, পাশাপাশি সোমবার সন্ধ্যা থেকে হওয়া ভারি বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয় বলে দাবি স্থানীয়দের। বারে বারে পৌরসভা ও জেলা পরিষদকে জানিয়েও সাবজোলা ক্যানেল সংস্কার না হওয়ার জন্যই নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে বলে দাবী স্থানীয় ওয়ার্ড কমিটির সম্পাদকের।
এদিকে, কয়েকদিন আগেই ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে, এমনিতেই ক্যানেল জলে ভরে ছিল। তার উপর গতকাল সন্ধ্যা থেকে কয়েক ঘন্টা ভারি বৃষ্টিপাত হয় বর্ধমান শহর এলাকায়। ফলে বাজেপ্রতাপুর মাঠপাড়া এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাড়ির ভিতরে জল ঢুকে পড়লে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ঘরে জল ঢুকে যাওয়ায় ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে স্থানীয় স্কুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের খাবারও ব্যবস্থা করা হয়েছে সেখানে। এ প্রসঙ্গে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, বিডিএ-র সঙ্গে কথা হয়েছে খুব তাড়াতাড়ি সাবজোলা খালের সংস্কার করা হবে।