মাত্র পনেরো মিনিটের বৃষ্টিতেই জলমগ্ন হল বর্ধমান শহরের বেশ কিছু এলাকা। সবথেকে খারাপ অবস্থা ৭ নং ওয়ার্ডের পার্কাস রোড, পাড়াপুকুর, পিসি মিত্র লেন ও জিএন মিত্র লেনের। এছাড়াও জলমগ্ন ৫, ২, ৩০, ৩২, ১৩ ও ২৭ নং ওয়ার্ডের বেশকিছু এলাকা। পার্কাস রোড এলাকায় প্রায় কোমর সমান জলে যাতাযাত করতে হচ্ছে স্থানীয়দের। বেশকিছু বাড়িতেও জল ঢোকার অভিযোগ মিলেছে। এলাকা জলমগ্ন হওয়ার প্রধান কারণ হিসাবে নিকাশী ব্যবস্থাকেই দায়ী করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, করোনা নিয়ে সরকার যখন সতর্ক হতে বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলছে তখন এই জলযন্ত্রনায় তাঁরা রীতিমতো চিন্তিত। নর্দমার জমা জল পেরিয়ে তাঁদের যাতায়াত করতে হচ্ছে। সেই জল বাড়িতেও ঢুকছে। ফলে তাঁরা আতঙ্কিত। বর্ধমান পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ জানিয়েছেন, আজ কয়েক মিনিট ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্ধমান বহু প্রাচীন শহর। তাই নিকাশী ব্যবস্থা কিছুটা হলেও অনুন্নত। তবে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। খুব শ্রীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।