পৃথক পৃথক ঘটনায় বাবা-ছেলের মধ্যে বচসায় আত্মঘাতী হল দুজন। পুলিশ সূত্রে জানা গেছে, বাবা ও ছেলের মধ্যে ঝগড়ায় বুধবার রাত্রেই বাড়ি থেকে বেড়িয়ে যায় ছেলে সেখ আবিরুদ্দিন (২০)। বাড়ি বাজেপ্রতাপপুর এলাকায়। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিশ মেলেনি। এরপর বৃহস্পতিবার বিকালে স্থানীয় একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, বাবা ও ছেলের মধ্যে বচসার জেরে অভিমানে বিষ খেয়ে আত্মঘাতি হল বাবা সঞ্জয় ঘোষ (৪৪)। বাড়ি মন্তেশ্বরের শুশনা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মনসা পুজো উপলক্ষ্যে একটি আত্মীয়বাড়ি বেড়াতে যান সপরিবারে সঞ্জয়বাবু। সেখানেই খাওয়াদাওয়ার পর বাবা ও ছেলের মধ্যে বিরোধ বাধে। তারপরই বাড়ি ফিরে অভিমানে তিনি বিষ খান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Like Us On Facebook