ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্তদের চিকিৎসায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি খতিয়ে দেখতে ডা. রাসবিহারী দত্ত, (ডিডিএইচএস) এবং ডা. এন সি মন্ডলের নেতৃত্বে শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে গেলেন।
বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, এদিন প্রতিনিধিদলটি ঘুরে দেখেন রাধারানী ও শিশু বিভাগ, আইসিইউ বিভাগ। এছাড়া ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি থাকা হাসপাতালের ৯ জন রোগীর অবস্থারও খোঁজ খবর নেন। প্রতিনিধিদলটি শিশুবিভাগ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গেও বৈঠক করেন। ডেঙ্গি, ম্যালেরিয়ায় আক্রান্তের চিকিৎসার ক্ষেত্রে কোথাও কোন অসুবিধা আছে কিনা সে ব্যাপারেও তাঁরা আলোচনা করেন। তিনি জানিয়েছেন, ডেঙ্গি রোগীর বৃদ্ধির কথা মাথায় রেখে হাসপাতালের তরফে আরও একটি অ্যালাইজা মেশিনের আবেদন করা হয় প্রতিনিধি দলের কাছে। তিনি জানিয়েছেন, তাঁরা ডেঙ্গি, ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে সবরকমের প্রস্তুতি রেখেছেন। পর্যাপ্ত মশারিরও ব্যবস্থা হাসপাতালে রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল হাসপাতালের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করে যান।