কলকাতার পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় উঠতি খেলোয়াড়দের নিয়ে বর্ধমানে আয়োজিত হল স্বাস্থ্যপরীক্ষা শিবির। রবিবার গুডশেড রোডের একটি ক্লাবের প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এই শিবির। সহযোগিতায় ছিল বর্ধমান ওয়েভ নামে একটি সংস্থা।

এদিন বর্ধমান জেলার প্রায় ৪০ জন খুদে খেলোয়াড়ের শারীরিক পরীক্ষা হয় এই শিবিরে। পাশাপাশি খেলোয়াড়দের অবিভাবক সহ সাধারণ মানুষও স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পান। এদিন এই শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া। উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, জেলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম, জেলা বাস্কেটবল ও ভলিবল অ্যাসোসিয়েশনের আধিকারিক বনবিহারী যশ সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের তরফে তনুশ্রী আলি ও সপ্তর্ষি ঘোষ জানান, এদিন প্রায় ১২০ জন মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে।


Like Us On Facebook