বুধবার বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ে ওভারব্রীজ তৈরির জন্য উচ্ছেদ হওয়া প্রায় ৯৫ জন হকার পু্নর্বাসনের দাবিতে স্মারকলিপি দিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসককে। বর্ধমান শহর জনপ্রিয় হকার্স ইউনিয়নের সম্পাদক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় এবং সুব্রত বিশ্বাস জানিয়েছেন, ‘একসময় রেলওয়ে ওভারব্রীজের ওই এলাকা ছিল কার্যত সমাজবিরোধীদের আড্ডা। নানাধরণের অসামাজিক কাজকর্ম হত। কিন্তু তাঁরা ওই এলাকায় দোকান করে ব্যবসা পরিচালনা করার পর এলাকার পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। শুধু ব্যবসা করাই নয় তাঁরা এই জনপ্রিয় হকার্স কর্ণারে সপ্তাহে একদিন করে বিনামূল্যে মেডিকেল চেকআপ ক্যাম্পও করেন। যেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে গরীব মানুষের চিকিৎসাও করানো হয়। বিনামূল্যে দেওয়া হয় ওষুধও।’ সুব্রতবাবু আরও জানিয়েছেন, ‘এদিন তাঁরা ৫ দফা দাবি জানিয়েছেন জেলাশাসকের কাছে। দাবির মধ্যে রয়েছে রেলওয়ে ওভারব্রীজের জনপ্রিয় হকার্স কর্ণারের ৯৫ জন হকারকে পুনর্বাসন দিতে হবে। জাতীয় হকার আইন মেনে পৌরসভার অধীনে হকার কমিটি গঠন করতে হবে। হকারদের পরিচয়পত্র প্রদান, ট্রেড লাইসেন্স এবং ব্যাঙ্ক ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। অকারণে পুলিশী হয়রানি বন্ধ করে সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। জাতীয় হকার আইনে রেল হকারদের যুক্ত করতে হবে প্রভৃতি।’
Like Us On Facebook