.
বর্ধমান স্টেশনের ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের কামরা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জিআরপি ও আরপিএফ সূত্রে জানা গেছে, মৃতার নাম মমতা রাউত(৩০)। বাড়ি লিলুয়ায়। বুধবার শ্বশুরবাড়ির লোকেদের সাথে ঝগড়া করে বাপের বাড়ি বিহার যাওয়ার উদ্দেশ্যে বের হন মমতা। তারপর বৃহস্পতিবার ভোরে তাঁর দেহ লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
Like Us On Facebook