বিগত কয়েক বছরের মতো এ বারও প্রাক নববর্ষ তাঁত বস্ত্র মেলা শুরু হয়েছে বর্ধমান টাউন হল ময়দানে। মঙ্গলবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। রাজ্য সরকারের বস্ত্র দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই মেলায় ৫০ টি স্টল রয়েছে। মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। তাঁতশিল্পীরা এখানে এসে তাঁদের হাতে তৈরি পসরা সাজিয়ে বসেছেন। রয়েছে নানা ধরনের সুদৃশ্য তাঁতের শাড়ি ও অন্য সামগ্রী। সন্ধ্যা নামতেই মেলায় ভিড় জমাতে শুরু করেছেন উৎসাহীরা। মেলার শাড়ির মান ও সম্ভারে খুশি ক্রেতারাও। বালুচরী, জামদানি, টাঙ্গাইল, ধনেখালি ইত্যাদি শাড়ির কেনাকাটা চলছে রমরমিয়ে। এছাড়াও বিশেষ কিছু ছাপা শাড়ি তৈরি করেছেন তাঁতিরা, যা গরমের জন্য একেবারে আদর্শ।
Like Us On Facebook