আউশগ্রামের গুসকরায় ডাইন অপবাদে খুনের ঘটনায় পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে হোপন ও সুফল মুর্মু মৃত শিবু মুর্মুর ভাই। বাকি দুজন দাস হাঁসদা ও আকাশ টুডু মৃতের আত্মীয়। ধৃত দুই ভাইকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে রবিবার বর্ধমান আদালতে তোলা হয়। দুই ভাইয়ের পাঁচদিনের পুলিশি হেফাজত ও বাকি দুজনের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, ডাইন অপবাদে গুসকরার ধারাপাড়ায় শিবু মুর্মু নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। মৃতের স্ত্রী শেফালী মুর্মুর অভিযোগ, মৃতের দুই ভাই সহ মোট ৯ জন আত্মীয় তার স্বামীকে পিটিয়ে খুন করেছে। পাঁচ বছরের শিশু পুত্রকে কোলে নিয়ে কোন রকমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন মৃতের স্ত্রী শেফালী মুর্মু। তাদের তিন জনকেই খুনের প্ররিকল্পনা ছিল বলে দাবি করেন শেফালীর।
Like Us On Facebook