করোনার গ্রাসে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে পাড়ার পুজো থেকে বিশ্বের সমস্ত প্রান্তেই ভিড়-জমায়ত নিষিদ্ধ। শিল্পীদের মঞ্চে লাইভ শো করাও এবার বন্ধ। তাই এবার পুজোয় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমেই শিল্পীরা দর্শকদের মনোরঞ্জন করছেন। দুর্গাপুরের ছেলে জি-সারেগামাপা খ্যাত গুরুজীৎ সিং ভার্চুয়াল মাধ্যমে সূদূর আমেরিকা, কানাডার বিভিন্ন প্রবাসী বাঙালী ও ভারতীয়দের দুর্গোৎসব ও নবরাত্র উৎসব উপলক্ষে অনুষ্ঠান করছেন। দুর্গাপুর থেকে সদ্য কলকাতা গিয়ে গড়িয়াতে একটি স্টুডিও ভাড়া নিয়ে মিউজিসিয়ানদের নিয়ে জনপ্রিয় বিভিন্ন গান উপহার দিচ্ছেন প্রবাসীদের।
গুরিজীৎ বর্ধমান ডট কমকে একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘লকডাউন থেকে এবার বাড়িতেই রয়েছি পরিবারের সদস্যদের সঙ্গে। বাবা-মা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর অনেক সময় এবার পেলাম।অন্যবার এই পুজোর সময় দেশের বিভিন্ন রাজ্যে স্টেজ শো করতাম। এবার সেই সব অনুষ্ঠানও করোনার জন্য বন্ধ রয়েছে। কিন্তু আমি এবার ভার্চুয়াল মাধ্যমে সূদুর আমেরিকার বিভিন্ন এলাকা এবং কানাডায় প্রচুর প্রোগ্রাম করছি। ষষ্ঠীর দিন থেকে দশমীর দিন পর্যন্ত প্রতিদিন ভার্চুয়াল মাধ্যমে প্রচুর প্রোগ্রাম করছি। প্রতিদিন ভোররাতে এই ভার্চুয়াল মাধ্যমে দর্শকদের মন ছুঁতে পাচ্ছি। সরাসরি দর্শকদের সামনে লাইভ শো করার সুযোগ না পেলেও বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে বিদেশে প্রবাসী বাঙালি ও ভারতীয়দের মন জয় করতে পেরে আমি খুব খুশি হয়েছি। কালী পুজোয় আমার বিশেষ সব গানের সিরিজ রিলিজ হবে তাই এখন দুর্গোৎসবে আমার সহশিল্পীদের সঙ্গে বিভিন্ন স্বাদের জনপ্রিয় গান রিলিজ হয়েছে। এবার পুজোয় বাইকে চড়ে বন্ধুদের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখছি। এবং প্রতিদিন ভোররাতে ভার্চুয়াল মাধ্যমে বিদেশে প্রবাসীদের জন্য আমার সহ-শিল্পী ও মিউজিসিয়ানদের নিয়ে গানের অনুষ্ঠান করছি। এবার পুজো ভালই। তবে সকলকেই বলব করোনার সংক্রমণ রুখতে সরকারের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে সুস্থ থাকুন অপরকেও সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আপনার।’