বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করে বনদফতরে হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের চা গ্রামে। এদিন দুপুরে গ্রামবাসীরা সবুজ রঙের তক্ষকটিকে দেখতে পেয়ে সেটিকে ধরে বিডিও এবং বনদফতরে খবর দেন। খণ্ডঘোষ ব্লকের বিডিও কমলকান্তি তলাপাত্র এবং বনদফতরের আধিকারিকরা চা গ্রামের দক্ষিণ পাড়ায় পৌছান। গ্রামবাসীরা বনদফতরের আধিকারিকদের হাতে সবুজ রঙের তক্ষকটি তুলেদেন ।
বনদফতরের আধিকারিক রবীন্দ্রনাথ বাগ জানিয়েছেন, সবুজ রঙের এই তক্ষকটি বিরল প্রজাতির। গ্রামবাসীরাই প্রথম প্রাণীটিকে দেখতে পান। কেউ যাতে প্রাণীটিকে মেরে না দেয় সেই জন্য সেটিকে ধরে রেখে তাঁরা বিডিওকে বিষয়টি জানান। বনদফতরের পক্ষ থেকে তক্ষকটি উদ্ধার করে বর্ধমান বনবিভাগে নিয়ে যাওয়া হয় এবং প্রাণীটিকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনকর্মীরা। বিডিও কমলকান্তি তলাপাত্র বলেন। ‘গ্রামবাসীদের সচেনতার কারণেই বিরল প্রজাতির এই প্রাণীটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’