সারাভারত ডাক বিভাগের ৩টি জাতীয় সংগঠনের ডাকে গ্রামীণ ডাক সেবকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে মঙ্গলবার থেকে গোটা দেশ ব্যাপী অনির্দিষ্টকালীন লাগাতার ধর্মঘট শুরু হল। এই ঘটনায় সাধারণ মানুষ চরম হয়রানীর শিকার হওয়ার আশঙ্কা করছেন।
গ্রামীণ ডাক সেবকদের (জিডিএস) জন্য কমলেশ চন্দ্র কমিটির সুপারিশ কার্যকর করার দাবি সহ মোট ৭ দফা দাবিতে সারা ভারতের ডাক বিভাগের ৩টি ন্যাশনাল সংগঠনের ডাকে গ্রামীণ ডাক সেবকদের লাগাতার ধর্মঘট শুরু হয় মঙ্গলবার। এদিন বর্ধমানে গ্রামীণ ডাক সেবকরা কাজ বন্ধ রেখে ধর্মঘটে সামিল হন। ডাক সেবকদের পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য ডাক কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পেলেও গ্রামীণ ডাক সেবকরা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
Like Us On Facebook