.
সোমবার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। তাই রবিবার অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর হয়ে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্ডাল বিমানবন্দরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানাতে রবিবার দুর্গাপুরে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল জগদীপ ধনখড় কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে যাওয়ার আগে স্বল্প সময়ের বিশ্রামের জন্য দুর্গাপুর গেস্ট হাউসে আসেন। রাজ্যপালকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর রাজ্যপাল জগদীপ ধনখড় মধ্যাহ্নভোজন সারেন সেখানেই। এরপরেই রাজ্যপাল অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল। এরপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং রাজ্যপাল জগদীপ ধনখড় হেলিকপ্টারে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেন।