সিসিটিভি ফুটেজই ধরিয়ে দিল স্কুটার চুরিতে অভিযুক্ত সরকারি কর্মীকে। স্কুটার চুরি যাওয়ার পর সিসিটিভি ফুটেজ থেকে ছবি নিয়ে সেই ছবি দেখিয়ে এলাকায় এলাকায় সন্ধান চালান বর্ধমানের পূর্বাশা বাস টার্মিনাসের স্ট্যান্ডের কর্মীরা। তারপরই কানাইনাটশালে ডিভিসির কোয়ার্টারে খোঁজ পাওয়া যায় অভিযুক্তের।
জানা গেছে, বর্ধমানের আলিশার পূর্বাশা বাস টার্মিনাসের বাইক স্ট্যান্ড থেকে দিন সাতেক আগে একটি স্কুটার চুরি যায়। এরপর স্ট্যান্ডের কর্মীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খোয়া যাওয়া স্কুটারটি স্ট্যান্ড থেকে বের করে নিয়ে যাওয়া ব্যক্তিকে চিহ্নিত করেন। এরপর সেই ছবি নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কানাইনাটশালে ডিভিসির কোয়ার্টারে ওই ব্যক্তি থাকেন বলে জানতে পারেন স্ট্যান্ডের কর্মীরা। এরপর রীতিমত পুলিশি কায়দায় দোল পূর্ণিমা উপলক্ষে চাঁদা তোলার নাম করে অভিযুক্তের বাড়িতে যান স্ট্যান্ডের কর্মীরা।সেখানেই তাঁরা দেখতে পান চুরি যাওয়া স্কুটারটি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতেই চুরির কথা স্বীকার করে নেন বলে দাবি স্ট্যান্ডের কর্মীদের। ধৃত সেচ দফতরের কর্মীর নাম সুব্রত রায়। পুলিশ খবর পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করে ও স্কুটারটি উদ্ধার করে।