সিবিআই পরিচয় দিয়ে বর্ধমান শহরের জহুরিপট্টীতে ব্যবসায়ীর কাছ থেকে সোনা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনায় বর্ধমান শহরের সোনাপট্টি এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ কল্যাশ বৈরাগ্য নামে বাঁকুড়ার এক স্বর্ণ ব্যবসায়ীকে জহুরিপট্টীর অন্নপূর্ণা মন্দিরের কাছে নিজেদের সিবিআই অফিসার বলে পরিচয় দিয়ে দু’জন আটকায়। তল্লাশি করার নামে দুষ্কৃতীরা কল্যাশবাবুর ব্যাগ নিয়ে নেয়। সেই ব্যাগ পরীক্ষা করার নামে ব্যাগে থাকা ৫০ গ্রাম সোনা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যে দু’জন অপরিচিত লোককে কৈলাশবাবুর সঙ্গে দেখে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসেন। ব্যবসায়ীদের এগিয়ে আসতে দেখে বেগতিক বুঝে দুষ্কৃতীরা বাইক নিয়ে চম্পট দেয়। এরপর স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা কৈলাশবাবুকে নিয়ে বর্ধমান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
Like Us On Facebook