মাসখানেক আগে বাঁকুড়া জেলার এক প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে চুরির ঘটনার তদন্তে নেমে বাঁকুড়া পুলিশ গ্রেপ্তার করল বর্ধমান শহরের সোনাপট্টির এক স্বর্ণ ব্যবসায়ীকে। ধৃতের নাম স্বপন কর্মকার। সোমবার রাতে খোদ চোরকে সঙ্গে নিয়েই বাঁকুড়া জেলা পুলিশ বর্ধমান থানার পুলিশের সহযোগিতায় আচমকা হানা দেয় ওই ব্যবসায়ীর দোকানে। চোরের কথামত ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া জেলায়। মঙ্গলবার তাঁকে বাঁকুড়া আদালতে তোলা হয়েছে।
এদিকে, এই ঘটনার পর বর্ধমান জেলা স্বর্ণ শিল্পী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সংগঠনের সম্পাদক স্বরূপ কোনার জানিয়েছেন, ব্যবসায়ীদের কাছে অনেকেই আসেন গহনা কেনাবেচা করতে। কিন্তু তার মধ্যে কে চোর, কে সাধু তা বিচার করার কোনো অবকাশ থাকে না। তিনি জানান, মঙ্গলবার তাঁদের সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল বাঁকুড়া পুলিশের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করতে সেখানে গেছেন। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ওই চোরাই মাল কিনে থাকেন স্বপনবাবু তাহলে তা ফেরত দেবার উদ্যোগ নেবে সংগঠন।
পুলিশ সুত্রে জানা গেছে, কয়েক মাস আগে ওই চুরির ঘটনায় বাঁকুড়া পুলিশ গ্রেপ্তার করে চোরকে। তাকে জিজ্ঞাসাবাদ করেই তারা জানতে পারেন চুরি হওয়া দুটি কানের দুল, একজোড়া পলা এবং দুটি আংটি বিক্রি করা হয়েছে বর্ধমানের ওই ব্যবসায়ীকে। এরপরই চোরকে সঙ্গে নিয়ে তারা হানা দেন বর্ধমানে।