অলৌকিক দর্শনের আশায় এবার অন্ডালের থানা রোডের বাগচি বাড়ির শিব মন্দিরে কৌতুহলী মানুষের ভিড় উপচে পড়ল। বুধবার হঠাৎ রটে যায় বাগচি বাড়ির শিব মন্দিরে মহাদেবের বাহন নন্দী ভগবান ভক্তদের হাতে দুধ পান করছেন। একে তো শ্রাবণ মাস, তার উপরে নন্দী ভগবানের দুধ পান, দাবানলের মত ছড়িয়ে পড়ল খবর। অলৌকিক দৃশ্য দেখার আশায় এবং শ্রাবণ মাসে নন্দী ভগবানকে দুধ খাইয়ে পূণ্য লাভের আশায় এদিন ধর্মপ্রাণ মানুষের ঢল নামল বাগচি বাড়ির শিব মন্দিরে।

উল্লেখ্য, বছর ২৫ আগে দেশ-বিদেশের বিভিন্ন মন্দিরে ভগবান গণেশের ‘দুধ পান’ করার খবর নিয়ে বেশ হৈচৈ হয়েছিল। এরপরও বিভিন্ন সময় গণেশ বা গোপল ঠাকুরের দুধ পান করার খবর শোনা গেছে। গত কয়েকদিন ধরে পশ্চিম বর্ধমান সহ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নন্দী ভগবানের দুধ খাওয়ার খবর নিয়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। যদিও বিজ্ঞানমনস্ক মানুষজন এর পিছনে আলৌকিক কিছু দেখছেন না। তাঁদের মতে এটা তরলের পৃষ্ঠটান (সারফেস টেনশন) ও ক্যাপিলারি অ্যাকশনের মিলিত প্রভাবে ঘটে থাকে। যদিও ভক্তদের সে ব্যাপারে মাথাব্যাথা নেই। শ্রাবণ মাসে ভোলেবাবার বাহনকে দুধ সেবন করিয়ে পূণ্য লাভের আসায় তাঁরা ভীড় জমাচ্ছেন মন্দিরে মন্দিরে।


Like Us On Facebook