আজ ছিল শ্রাবণ মাসের সোমবার। এই শুভ দিনে ৭ বছরের করিশ্মা চেয়েছিল শিবের মাথায় জল ঢেলে পুণ্যার্জন করতে। সেই উদ্দেশ্যে কাজোড়ার লছীপুর এলাকার বাসিন্দা করিশ্মা পাশোয়ান ও অন্য এক বালিকা স্থানীয় সিঙ্গারন নদীর তীরের এক শিব মন্দিরে জল ঢালার জন্য জল নিতে নেমেছিল সিঙ্গারন নদীতে। গত কয়েকদিনের অতিবৃষ্টিতে সব নদী নালা এখন ফুলে ফেঁপে উঠেছে। সিঙ্গারন নদীতেও ছিল যথেষ্ট স্রোত। জল নিতে নেমে দু’জনেই স্রোতের টানে নিজেদের সামলাতে না পেরে তলিয়ে যায়। স্থানীয়দের প্রচেষ্টায় একজনকে উদ্ধার করা গেলেও করিশ্মা জলের তোড়ে ভেসে যায়। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কাজোড়া রেল ব্রিজের কাছ থেকে উদ্ধার করা হয় করিশ্মার দেহ। শিবের মাথায় জল ঢালতে গিয়ে করিশ্মার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Like Us On Facebook