বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। বর্ধমান রাজ আমল থেকেই এই মন্দিরে চলে আসছে পুজো পাঠ। চিরাচরিত প্রথা ও ঐতিহ্য মেনে বুধবার ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে বর্ধমান শহরে শুরু হল দুর্গাপুজো।
বুধবার ভোরে ঘোড়ার গাড়িতে করে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রুপোর ঘট নিয়ে যাওয়া হয় কৃষ্ণসায়রের চাঁদনী ঘাটে। মন্দিরের সেবাইত সহ শহরের বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তরা পা মেলান শোভাযাত্রায়। সেখান থেকে জল ভরে আনা হয় মন্দিরে। বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা ঘিরে উন্মাদনা শহরে। বুধবার থেকেই শুরু হয়ে গেল বর্ধমান শহরের শারদ উৎসব। সর্বমঙ্গলা মন্দিরে প্রতিবছরের মত এবছরেও ভক্তদের ভীড় সামাল দিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঘট উত্তোলনে হাজির ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, পুলিশ সুপার ভাষ্কর মুখার্জী সহ অন্যান্যরা।
Like Us On Facebook