প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তির আগের দিন ঘুড়ি প্রেমীদের ঢল নামল বর্ধমান শহরের বিভিন্ন ঘুড়ির দোকানগুলিতে। রবিবার সকাল থেকেই শহরের ছাদে ছাদে ঘুড়ির লড়াই শুরু হবে। শোনা যাবে ‘ভো-কাট্টা’। এই পরম্পরা বর্ধমান রাজার আমল থেকে চলে আসছে বর্ধমান শহরে। এই ঘুড়ি উৎসবের জন্য বর্ধমান শহরের ঘুড়ি ব্যবসায়ীরাও তৈরি হতে থাকেন বেশ কয়েক মাস আগে থেকেই। তাঁরা এখন রঙিন আলোয় দোকান সাজিয়ে রংবেরঙের ঘুড়ি, লাটাই ও সূতোর পসরা নিয়ে হাজির ঘুড়ি প্রেমীদের মন জয় করতে। রবিবারের ঘুড়ির লড়াই-এর জন্য আজ থেকেই শহরের ছাদে ছাদে প্রস্তুতি তুঙ্গে।
উল্লেখ্য, রাজ আমলে বর্ধমান রাজবাড়িতেও ঘুড়ি ওড়ানোর চল ছিল। রাজা মহতাব চাঁদ নিজেই ঘুড়ি ওড়াতেন। বর্ধমানের রাজারা এসেছিলেন পঞ্জাব প্রদেশ থেকে। সেখানে ঘুড়ি উৎসব বেশ জনপ্রিয়। বর্ধমানের রাজাদের হাত ধরেই বর্ধমানে ঘুড়ি উৎসবের চল বলে মনে করা হয়। পৌষ মাসের সংক্রান্তি ও মাঘ মাসের প্রথম দিন বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় হয় ঘুড়ি উৎসব বা ঘুড়ির মেলা।