ভালভ্ ফেটে গ্যাসের ট্যাঙ্কার লিক করে ট্যাঙ্কার ফেকে তীব্র গতিতে গ্যাস বের হতে শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষরা। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ বর্ধমান শহরের তেলিপুকুরে দু-নম্বর জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। সাদা ধোঁয়ার চাদরে পুরো এলাকা ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনার জেরে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্যাসের প্রভাবে অনেকের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। ভয়ে এলাকা ছেড়ে চলে যান অনেকেই। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। জাতীয় সড়কের দু’দিক আটকে দেওয়া হয়। এরপর গ্যাস নিষ্ক্রমণ বন্ধ করে গাড়িটিকে নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্ণৌ থেকে কলকাতা যাচ্ছিল কার্বন-ডাই-অক্সাইড ভর্তি গ্যাস ট্যাঙ্কারটি। ২ নম্বর জাতীয় সড়কের তেলিপুকুর মোড় এলাকায় হঠাৎই গ্যাস ট্যাঙ্কারটির ভালভ্ ফেটে যাওয়ায় ঘটে এই বিপত্তি। ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ২ নং জাতীয় সড়কের দুটি লেনই। পরে পুলিশি তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি।