দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ও পূর্ব বর্ধমানের বন্ডুল এলাকায়। একটি নির্মীয়মাণ ইলেকট্রিক সাপ্লাই কেন্দ্রে প্রায় ১৪ জনের ডাকাত দল অভিযান চালায় বলে জানা গেছে। আনুমানিক কুড়ি লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ডাকাতি হয়েছে বলে দাবি সাপ্লাই কেন্দ্রটির নির্মাণের বরাত পাওয়া ঠিকাদার সংস্থার।

ঠিকাদার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ চারজন পুলিশের পোশাক পরে সশস্ত্র অবস্থায় সংস্থার চার নিরাপত্তাকর্মীকে দড়ি দিয়ে বেঁধে বাথরুমে ঢুকিয়ে আটকে রাখে। খুনের হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে টহলরত পুলিশকে তারা কি ধরণের সঙ্কেত দেয় সেটিও জেনে নেয়। রাত দেড়টা নাগাদ রাস্তায় টহলরত পুলিশ এই বিদ্যুৎ দফতরে আলো জ্বালিয়ে কোন বিপদ আছে কিনা সংকেত জানতে চাইলে ডাকাত দল নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে শিখে নেওয়া আলোর সঙ্কেত পুলিশদের লক্ষ্য করে পাঠায়। পুলিশও সেখান থেকে চলে যায়। এরই মাঝে প্রায় রাত আড়াইটা পর্যন্ত ৬ ঘন্টা অপারেশন চালায় ডাকাতদল বলে জানা গেছে। নির্মাণ সংস্থার প্রচুর মূল্যবান যন্ত্রপাতি ও বিদ্যুৎ দফতরের একটি ট্রান্সফর্মার সহ মূল্যবান যন্ত্রপাতি তারা একটি ট্রাকে চাপিয়ে চলে যায় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Like Us On Facebook