মাদক দ্রব্য কোডাইন সহ দুই যুবককে গ্রেফতার করল গলসি থানার পুলিশ। ধৃতদের নাম শেখ আকাশ ও বিক্রম চক্রবর্তী। বর্ধমান শহরের কেশবগঞ্জ চটি এলাকায় বাড়ি আকাশের এবং বড়নীলপুরের শক্তিপাড়ায় বাড়ি বিক্রমের।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গলসি থানার বেলগ্রাম মোড়ে ডিভিসি ক্যানেল ব্রিজের কাছে আকাশ ও বিক্রম দাঁড়িয়েছিল। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশিতে ১৩০০ মিলিলিটার করে কোডাইন মেলে তাঁদের কাছে। কোডাইন পাচারের উদ্দেশ্যেই তাঁরা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল বলে দাবি পুলিশের। যদিও ধৃতদের দাবি, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। রবিবার পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে। বিচারক তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে পুজোর ছুটির পর মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশের নির্দেশ দেন।
Like Us On Facebook