কলেজে বিজ্ঞান ও বাণিজ্য শাখা চালু করার দাবিতে বিক্ষোভ দেখাল গলসি কলেজের ছাত্র-ছাত্রীরা। সোমবার কলেজের অধ্যক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেয় পড়ুয়ারা।

গলসি কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ না থাকায় গলসি সহ আশপাশের এলাকার দরিদ্র পড়ুয়াদের দূরবর্তী বিভিন্ন কলেজে যেতে হচ্ছে। এই অসুবিধা দূর করতে গলসি কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু করার দাবি নিয়ে এদিন পড়ুয়ারা কলেজে বিক্ষোভ দেখায়। পড়ুয়ারা তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেয় কলেজের অধ্যক্ষের হাতে। অবিলম্বে তাদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় ছাত্র-ছাত্রীরা। যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ।

Like Us On Facebook