শুক্রবার বর্ধমান হাসপাতালের প্রায় ১৩০জন রোগীর হাতে ফলের প্যাকেট তুলে দিল সেন্ট জন অ্যাম্বুলেন্সের বর্ধমান শাখা, লায়ন্স ক্লাব অব বর্ধমান ওয়েষ্ট এবং বর্ধমান জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন। সেন্ট জন অ্যাম্বুলেন্সের কার্যকরী কমিটির সদস্য অপূর্ব দাস জানিয়েছেন, সেন্ট জন অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরেই জনহিতকর কাজ করে আসছে। সম্প্রতি তাঁরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হাতে এই ফল তুলে দেবার ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেন। তারই অঙ্গ হিসাবে গত ২১ মে সেন্ট জন অ্যাম্বুলেন্সের বর্ধমান শাখা এবং লায়ন্স ক্লাব অব বর্ধমান বিশ্ববন্ধুর উদ্যোগে ১২০ জনের হাতে ফল তুলে দেওয়া হয়েছিল। শুক্রবার তাঁদের এই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সেন্ট জন অ্যাম্বুলেন্সের বর্ধমান শাখা, লায়ন্স ক্লাব অব বর্ধমান ওয়েষ্ট এবং বর্ধমান ডিষ্ট্রিক্ট জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ১৩০ জনের হাতে ফলের প্যাকেট তুলে দেন। এদিন হাসপাতালের নাক কান গলা বিভাগ, সার্জারি বিভাগ এবং যক্ষ্মা বিভাগের রোগীদের হাতে এই বেদানা, মুসুম্বি, আম, শশা ও কলার প্যাকেট তুলে দেওয়া হয়।
Like Us On Facebook