শুক্রবার বর্ধমান মহিলা কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হল। এদিন কলেজের নবাগত ছাত্রীদের ফুল ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন বরণ উপলক্ষ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অংশগ্রহণ করেন কলেজেরই ছাত্রীরা।
প্রতি বছরের মত এবারও আজ নবীন বরণ উৎসব পালিত হল বর্ধমান মহিলা কলেজে। নবীন বরণ উপলক্ষ্যে এদিন প্রথম বর্ষের ছাত্রীদের পাশাপাশি সিনিয়র ছাত্রীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। এদিন কলেজের ছাত্রীরা নাচ, গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। কলেজের সিনিয়র ছাত্রীরা প্রথম বর্ষের ছাত্রীদের ফুল-চন্দন সহ টিফিন ও উপহার দিয়ে স্বাগত জানান। এছাড়াও এদিন বিশেষ আকর্ষণ হিসাবে ছিল বাংলা ব্যান্ড উন্মাদের অনুষ্ঠান।
Like Us On Facebook