উচ্চ মাধ্যমিকের প্রথম দিন খারাপ আবহাওয়ার মধ্যে একটু স্বস্তি দিতে নিখরচায় বর্ধমান স্টেশন থেকে পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়ার জন্য টোটো পরিষেবার ব্যবস্থা করল জেলা তৃণমূল ট্রেড ইউনিয়ন। তাঁদের উদ্যোগে বর্ধমান স্টেশনের সামনে একশোরও বেশি টোটো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরিষেবা দেওয়ার জন্য রাখা হয়।

ট্রেনে-বাসে বিভিন্ন জায়গা থেকে বর্ধমানে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে তাদের টোটো চাপিয়ে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল তারা। প্রতিটি টোটোয় ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে পরিষেবা’ স্টিকার লাগিয়ে এই পরিষেবার কথা উল্লেখ করা হয়। পাশাপাশি একটি সহায়তা কেন্দ্র খুলে তার মাধ্যমেও আগত পরীক্ষার্থীদের টোটো পরিষেবার কথা জানানো হয় সকাল থেকেই। স্বভাবতই উদ্যোগে খুশি অভিভাবক থেকে ছাত্র-ছাত্রী সকলেই।


Like Us On Facebook