পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হল একটি ফ্রি সেমিনার। কিভাবে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পাওয়া যাবে, সেই বিষয়ে এই সেমিনার হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনের প্রেক্ষাগৃহে এই সেমিনারে ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব এবং কলকাতার ডাইরেক্টর অফ ইন্সিটিউট ফর সিভিল সার্ভিস অ্যাসপিরেন্টস জ্যোতির্ময় পাল চৌধুরী।

রাজ্যের ছেলে-মেয়েরা যাতে আরও বেশি করে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য পায়, সেই উদ্দেশ্যে জেলায় জেলায় সরকারি উদ্যোগে আয়োজিত হচ্ছে সেমিনার। পূর্ব বর্ধমান জেলার শিক্ষিত যুবক-যুবতীদের মধ্যে সিভিল সার্ভিস পরীক্ষায় আগ্রহ তৈরি করতে এবং কিভাবে পড়াশোনা করলে এই পরীক্ষায় সাফল্য পাওয়া যাবে তা নিয়ে শনিবার এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। এদিনের এই সেমিনারে সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে আগ্রহী তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব ও জ্যোতির্ময় পাল চৌধুরী। এদিন সেমিনারে অংশ নিয়ে সিভিল সার্ভিস পদপ্রার্থীরা তাঁদের খুশির কথা জানান।

Like Us On Facebook