পৃথক পৃথক ঘটনায় আগুনে পুড়ে মৃত্যু হল ৪জন মহিলার। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীর ব্রত উদযাপনের জন্য বীরভূমের দুবরাজপুর থানার করকরে গ্রামের বাসিন্দা অপর্ণা হাজরা (২২) ঠাণ্ডা খাবার খেয়ে শীতে কাঁপতে থাকেন। শীতের হাত থেকে রক্ষা পেতে খড় জ্বেলে আগুন পোহানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
অন্যদিকে, একইভাবে মকরসংক্রান্তির দিন সকালে ঠাণ্ডা জলে স্নান করে শীতের হাত থেকে বাঁচতে খড় জ্বেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন বীরভূমের রাজনগর থানার জয়পুরের বাসিন্দা শিউলি বাউড়ি (২০)। প্রথমে সিউড়ি এবং পরে বর্ধমান হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাত্রে তাঁর মৃত্যু হয়। অপরদিকে, কাঠের উনানে রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে রায়নার বেলসর গ্রামের বাসিন্দা রূনা খাতুন (৪৫) এবং মঙ্গলকোটের শিমূলিয়া গ্রামের বাসিন্দা রিংকু থাণ্ডারের (১৮)। রূনা খাতুন ২৫ জানুয়ারি থেকে এবং ২২ জানুয়ারি থেকে রিংকু থাণ্ডার অগ্নিদগ্ধ হয়ে ভর্তি ছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।