বর্ধমান আদালতের ৪ আইনজীবী করোনা আক্রান্ত হওয়ায় ৭ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আইনজীবীরা কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ নিয়েছেন। বর্ধমান আদালতের বার অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বারের সম্পাদক সদন তা।
সদনবাবু জানিয়েছেন, বর্ধমান আদালতের ৪ জন আইনজীবী করোনায় আক্রান্ত। ফলে তাঁরা রীতিমত আতঙ্কে রয়েছেন। ফলে তাঁরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও করোনা উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন আদালতের কাজ বন্ধ ছিল। মাসখানেক আগে আদালতের কাজ স্বাভাবিক হতে শুরু করেছে। এই সময় ফের করোনার অজুহাতে আদালতের কাজকর্ম বন্ধ রাখার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ আদালতের জুনিয়র আইনজীবীদের একাংশ। তাঁরা জানিয়েছেন, এমনিতেই করোনার জেরে আইনজীবীরা সঙ্কটে রয়েছেন। তার ওপর দফায় দফায় আদালতের কাজকর্ম বন্ধ রাখায় তাঁদের ক্ষতির পাশাপাশি বিচারপ্রার্থীদেরও ক্ষতি। ফলে এদিনই বারের জুনিয়র আইনজীবীদের একাংশ জানিয়েছেন, সোমবার থেকে তাঁরা কাজে যোগ দেবেন।