পূর্ব বর্ধমান জেলা কোষাগারে ডাক বিভাগের রাখা টাকা ভল্ট ভেঙে লুঠের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বাঁকুড়া ও হুগলি জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের ধরতে ও খোয়া যাওয়া টাকা উদ্ধার করতেই এই অভিযান বলে পুলিশ সূত্রে জানা গেছে। তদন্তের স্বার্থে পুলিশ আটক ব্যক্তিদের নাম ও পরিচয় জানাতে চায়নি। গত ২৭ সেপ্টেম্বর, সপ্তমীর সন্ধ্যায় বর্ধমান মুখ্য ডাকঘরের পক্ষ থেকে জেলা কোষাগারের ভিতরে থাকা তাদের সিন্দুকে টাকা রাখা হয়। নবমীর সকালে ডাকঘরের কর্মীরা সিন্দুকে রাখা ১ কোটি ১৯ লক্ষ ১৩ হাজার টাকা নিতে গিয়ে দেখেন কোষাগার এর ভিতরে থাকা তাদের সিন্দুকের তালা ভাঙা এবং সিন্দুকে গচ্ছিত টাকা থেকে ৫৫ লক্ষ ১০ হাজার টাকা গায়েব। ঘটনা জানাজানি হতেই তোলপাড় পুলিশ মহলে। তোলাপাড় ডাকবিভাগে। পুলিশ আধিকারিক থেকে ডাকবিভাগের আধিকারিকরা সকলেই ছুটে যান কোষাগারে। পাশাপাশি সিআইডিও এই ঘটনার তদন্ত করছে।