.
ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চারটি গোরুর। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের লোকো ব্রিজ মাঠ এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলেও বিদ্যুৎ দফতরের কর্মীরা কোন ব্যবস্থা না নেওয়াতেই এই দুর্ঘটনা। জানা গেছে, মঙ্গলবার বিকেলে কয়েকটি গোরু ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তারের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনায় এলকায় চাঞ্চল্য ছড়ায়।
Like This News
ID)); ?> data-width=”” data-layout=”button_count” data-action=”like” data-size=”small” data-show-faces=”true” data-share=”true”>
Like Us On Facebook