বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তারের রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত এল ফরেন্সিক বিশেষজ্ঞ দল। তিন সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিভিন্ন তথ্য ও নমুনা সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। ময়নাতদন্তের রিপোর্ট ও পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ওই জুনিয়র ডাক্তারকে খুন করা হয়েছে বলে এদিনও দাবি করেন পরিবারের সদস্যরা। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে বর্ধমান মেডিকেল কলেজের তিন নম্বর হস্টেলের পেছন থেকে সেখ মোবারক হোসেন (২৪) নামে সার্জারি বিভাগের ওই হাউস স্টাফের মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে বলে গতকালই জানিয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিন তিন সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে যায় যে বিল্ডিং এর তলায় জুনিয়র ডাক্তারের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই বিল্ডিংয়ের উচ্চতা ও পারিপার্শ্বিক অবস্থা খতিয়ে দেখেন তাঁরা। সেই সময় যারা ওই জুনিয়র ডাক্তারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁদের সঙ্গেও কথা বলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।